বাংলাদেশ সময় গতকাল রোববার (২৪ নভেম্বর) বিকেল থেকে ক্রিকেটপ্রেমীদের চোখ ছিল সৌদি আরবের জেদ্দার আবাদি আল-জোহর অ্যারেনায়। ১৫ হাজার দর্শক ধারণক্ষমতার এই অ্যারেনায় বসেছে ২০২৫ আইপিএলের মেগা নিলাম। আজ সোমবার নিলামের দ্বিতীয় ও শেষ দিনে বাংলাদেশি ক্রিকেটারদেরও ভাগ্য সঙ্গী হতে পারে।
সৌদি আরবের জেদ্দায় ২০২৫ আইপিএলের নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৪ ও ২৫ নভেম্বর। মেগা এই নিলামকে সামনে রেখে ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বিসিসিআই (ভারতীয় ক্রিকেট বোর্ড)। যেখানে ৫৭৪ জন ক্রিকেটারের নাম নিলামের জন্য চূড়ান্ত করা হয়েছে।